দারিয়াপুর ইউনিয়নে বিভিন্ন পেশার লোক বাস করলেও নির্দিষ্টভাবে তাদের কোন সংগঠন নেই। যেমন কিছু হিন্দু সম্প্রদায় আছে যারা বাঁশের তৈরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদী তৈরী করে। যেমন; কুলা, বিভিন্ন কাজে ব্যবহৃত ঝুড়ি, ঝাপের বেড়া ইত্যাদি। এদের ভিতর অনেকে কামারের কাজও করে থাকে। এছাড়াও ময়রা (যারা মিষ্টি তৈরী করে), জেলে, কষাই, ছুতোর মিস্ত্রি, রাজ মিস্ত্রি, পুরনো দিনের ঘরামীসহ আরও অনেক পেশার লোকজন বসবাস করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস