বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানী সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানী সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে। গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর তৎকালীন প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। পরিকল্গপিত গণহত্যার মুখে সারাদেশে শুরু হয়ে যায় প্রতিরোধযুদ্ধ; জীবন বাঁচাতে প্রায় ১ কোটি মানুষ পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করে। পাকিস্তানী সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙ্গালী সদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানী সামরিক বাহিনীর কব্জা থেকে মুক্ত করতে কয়েক মাসের মধ্যে গড়ে তোলে মুক্তিবাহিনী। গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে মুক্তিবাহিনী সারাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ ভারতের কাছ থেকে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সাহায্য লাভ করে। ডিসেম্বরের শুরুর দিকে যখন পাকিস্তানী সামরিক বাহিনীর পতন আনিবার্য হয়ে ওঠে, তখন পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। অত:পর ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরিভাবে জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী ও ভারতীয় সামরিক বাহিনীর সম্মিলিত আক্রমণের মুখে ইতোমধ্যে পর্যদুস্ত ও হতোদ্যম পাকিস্তানী সামরিক বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান ৯৩,০০০ হাজার সৈন্যসহ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এরই মাধ্যমে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয়; প্রতিষ্ঠিত হয় বাঙ্গালী জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ।
দারিয়াপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের তালিকা:
ক্রঃ | নাম | পিতার নাম | গ্রাম | বিশেষ গেজেট | গেজেট | মুক্তি বার্তা নং |
০১ | মোঃ আমজাদ হোসেন | মৃতঃ আবুল কাশেম | পুরন্দরপুর | ১০৩৮৩আর্মী | ৯৪৬ | ০৪১০০১০২৭৫ |
০২ | মোঃ আব্দুল করিম | মৃতঃ মোজাহার আলী | দারিয়াপুর | ১২৩০আর্মী | ৯০৪ | ০৪১০০১০৪৯৩ |
০৩ | মোঃ নজরুল ইসলাম | মৃতঃ মকছেদ আলী | দারিয়াপুর |
| ১১৪৭ | ০৪১০০১০২৭৪ |
০৪ | মৃতঃ ফজলুল হক | মৃতঃ আতর আলী | দারিয়াপুর |
| ৯০৬ | ০৪১০০১০২৭৩ |
০৫ | মোঃ তিকার উদ্দিন | মৃতঃ কলিমুদ্দিন | দারিয়াপুর |
| ৯২৩ | ০৪১০০১০০৯০ |
০৬ | মোঃ এনামুল | মৃতঃ আঃ রহমান | দারিয়াপুর |
| ৯২৪ | ০৪১০০১০০৮৯ |
০৭ | মোঃ আয়েজ উদ্দিন | মৃতঃ তাহাজ উদ্দীন | দারিয়াপুর |
| ৭৯ | ০৪১০০১০০৬৬ |
০৮ | মোঃ আওলাদ হোসেন | মৃতঃ তাজের আলী | দারিয়াপুর |
| ৮৯৩ | ০৪১০০১০২৭২ |
০৯ | মৃতঃ আপতার আলী | মৃতঃ দয়াল শেখ | দারিয়াপুর |
| ৯২৫ | ০৪১০০১০১৭৪ |
১০ | মৃতঃ মজিবর রহমান | মৃতঃ পাঁচু শেখ | পুরন্দরপুর |
| ৯০৩ | ০৪১০০১০২৬৯০ |
১১ | মোঃ আবুল হাশেম | মৃতঃ হোসেন আলী | বিধ্যাধরপুর |
| ৮০ | ০৪১০০১০২৭১ |
১২ | মৃত আঃ রশিদ | মৃতঃ করিম বিশ্বাস | গৌরীনগর |
| ৯০০ | ০৪১০০১০৪৯৪ |
১৩ | মোঃ রাশিদুল ইসলাম | মৃতঃ আমিরুল | গৌরীনগর |
| ৯২৬ | ০৪১০০১০৩৬০ |
১৪ | মোঃ আঃ ছাত্তা্র | মৃতঃ নছর উদ্দীন | গৌরীনগর |
| ৯২৮ | ০৪১০০১০৪২৭ |
১৫ | মোঃ ফজলুল হক | মৃতঃ ছুন্নত আলী | গৌরীনগর |
| ৯০৫ | ০৪১০০১০৫৯১ |
১৬ | মোঃ আঃ কাশেম | মৃতঃ হোসেন আলী | বিধ্যাধরপুর |
| ৯৪৭ | ০৪১০০১০৪০৭ |
১৭ | মোঃ কলিমুদ্দিন | মৃতঃ আবুল হোসেন | দারিয়াপুর |
| ৯০১ | ০৪১০০১০৬০০ |
১৮ | মৃত আতাহার আলী | মৃতঃ আফছার উদ্দীন | দারিয়াপুর |
|
| ০৪১০০১০৫৭২ |
১৯ | মৃতঃ ওয়ায়েচ | মৃতঃ নছর আলী | গৌরীনগর |
|
| ০৪১০০১০২৭০ |
২০ | মোঃ আঃ ছাত্তার | মৃতঃ জয়ার | দারিয়াপুর |
| ৯০২ | ০৪১০০১০৬৪৬ |
২১ | মোঃ আমীর উদ্দীন | মৃতঃ মকর উদ্দীন | দাঃ(খাঁনপুর) |
|
| ০৪১০০১০৫৭১ |
২২ | মোঃ আঃ কাদের | মৃতঃ সত্য মন্ডল | বিধ্যাধরপুর |
| ৯২৭ | ০৪১০০১০৪৭৯ |
২৩ | মোঃ আলতাফ হোসেন | মৃতঃ রহিম | পুরন্দরপুর |
| ১১০৮ |
|
২৪ | মোঃ ছুলিমুলস্নাহ | মৃতঃ সদর উদ্দীন | দারিয়াপুর |
| ১১০৯ |
|
২৫ | মোঃ আবু ইলাহিম | মৃতঃ ইনছান আলী | দারিয়াপুর |
| ১১১০ |
|
২৬ | মোঃ মনছুর আলী | মৃতঃ আজিজুল হক | গৌরীনগর |
| ১১১১ |
|
২৭ | মৃতঃ ইসমাইল হোসেন | মৃতঃ ছলেমান | দারিয়াপুর |
|
| ০৪১০০১০০৮৮ |
২৮ | মোঃ বদর উদ্দীন | মৃতঃ বাহাদুর | বিধ্যাধরপুর | ৯২৩ বি.ডি.আর |
|
|
২৯ | মোছাঃ হাফিজা আক্তার | মৃতঃ ছফের উদ্দীন বিশ্বাস | গৌরীনগর | ৬৬৬ সচিব |
|
|
৩০ | মোঃ জারজীস হুসাইন | মৃতঃ ছফর উদ্দীন | দারিয়াপুর |
|
| ০৪১০০১০৬৩৯ |
৩১ | মৃতঃ বি.এম আব্দুল বারী | মৃতঃ হাজেরুদ্দীন বিশ্বাস | দারিয়াপুর |
|
| ০৪১০০১০৩৬৩ |
৩২ | মৃতঃ ইউসুব আলী | মৃতঃ ইমান আলী | দারিয়াপুর |
|
| ০৪১০০১০৪৯৫ |
৩৩ | মৃতঃ আ.ক.ম.ইদ্রিস আলী | মৃতঃ ভোলাই মন্ডল | দারিয়াপুর |
|
| ০৪১০০১০৪৯৬ |
৩৪ | মৃতঃ রহমান মোলস্না | মৃতঃ আঃ রশিদ মোল্লা | বিধ্যাধরপুর |
|
| ০৪১০০১০৫১০ |
৩৫ | মরহুম শিহাবুদ্দিন শেখ | মৃতঃ ছুরাত আলী | দারিয়াপুর |
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস