কৃত্রিম প্রজনন কেন্দ্রটি ইউনিয়ন পরিষদে স্থাপিত। গবাদী পশুর জাত উন্নয়নের মাধ্যমে দেশের প্রানীজ আমিষের চাহিদা দূর করার লক্ষ্যেই প্রানী সম্পদ দপ্তর প্রতিটি ইউনিয়নে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করেছে। এ ইউনিয়নের কৃত্রিম প্রজনন কেন্দ্রটি মো: জিয়ারুল ইসলাম পরিচালনা করে থাকেন। প্রানী সম্পদ দপ্তরের আহ্বানগুলো হলো:
* গবাদী পশু ও হাঁস-মুরগীকে সময়মত কৃমিনাশক ঔষধ ও টিকা দিন।
* গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নত করুন।
* উন্নত ঘাস চাষের মাধ্যমে গবাদীি পশুর স্বাস্থ্য/উৎপাদন তরান্বিত করুন।
* প্রানী সম্পদ খামারকরণের মাধ্যমে দেশের আমিষের চাহিদা পুরণে অবদান রাখুন।
* প্রযুক্তি নির্ভর প্রানীসম্পদ খামার গড়তে বিভাগীয় পরামর্শ গ্রহণ করুন।
প্রানী সম্পদ দপ্তরের দুইটি স্লোগান:
১। ডিম, দুধ ও মাংস
সুস্বাস্থ্যের তিন উৎস।
২। প্রানীজ আমিষের সংস্থান
প্রানী সম্পদ বিভাগের অবদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস