Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

কৃত্রিম প্রজনন কেন্দ্র

কৃত্রিম প্রজনন কেন্দ্রটি ইউনিয়ন পরিষদে স্থাপিত। গবাদী পশুর জাত উন্নয়নের মাধ্যমে দেশের প্রানীজ আমিষের চাহিদা দূর করার লক্ষ্যেই প্রানী সম্পদ দপ্তর প্রতিটি ইউনিয়নে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করেছে। এ ইউনিয়নের কৃত্রিম প্রজনন কেন্দ্রটি মো: জিয়ারুল ইসলাম পরিচালনা করে থাকেন। প্রানী সম্পদ দপ্তরের আহ্বানগুলো হলো:

* গবাদী পশু ও হাঁস-মুরগীকে সময়মত কৃমিনাশক ঔষধ ও টিকা দিন।

* গাভীকে কৃত্রিম প্রজননের মাধ্যমে জাত উন্নত করুন।কৃত্রিম প্রজনন কেন্দ্র

* উন্নত ঘাস চাষের মাধ্যমে গবাদীি পশুর স্বাস্থ্য/উৎপাদন তরান্বিত করুন।

* প্রানী সম্পদ খামারকরণের মাধ্যমে দেশের আমিষের চাহিদা পুরণে অবদান রাখুন।

* প্রযুক্তি নির্ভর প্রানীসম্পদ খামার গড়তে বিভাগীয় পরামর্শ গ্রহণ করুন।

প্রানী সম্পদ দপ্তরের দুইটি স্লোগান:

১। ডিম, দুধ ও মাংস

সুস্বাস্থ্যের তিন উৎস।

২। প্রানীজ আমিষের সংস্থান

প্রানী সম্পদ বিভাগের অবদান।

ছবি