Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার ইউনিয়ন পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান সমস্যাবলীসহ যে সকল বিষয় গুরুত্বের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নিম্নরুপ:

* বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম তরান্বিতকরণ,

* মাদকমুক্ত ইউনিয় গঠনে সিদ্ধান্ত গ্রহণ,

* চোরাচাল প্রতিরোধ,

* আইন-শৃংখলা রক্ষা,

* যৌতুক ও বাল্যবিবাহ রোধ,

* বিভিন্ন ভাতাভোগীদের তালিকা প্রণয়ন,

* গবাদী পশুর জাত উন্নয়ন ও রোগ নিরাময় ব্যবস্থা,

* সমাজসেবা, ভূমি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার প্রতিবেদন পর্যালোচনা,

* দুর্য়োগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত।

উপরোক্ত বিষয়সহ ইউনিয়নে বিশৃংখলা সৃষ্টিকারী কোন ঘটনা বা প্রাকৃতিক দুর্য়োগ মোকাবেলা করার জন্য জরুরি ভিত্তিতে এক বা একাধিক সভার আয়োজন করা হয়।

নিম্নে বিগত কিছু সভার বিবরণ ও সিদ্ধান্ত তুলে ধরা হলো:

তারিখসভার বিষয়সিদ্ধান্ত
০৯/১২/২০১৪

ক) পরিষদের আই-ব্যয় পর্যালোচনা,

খ) হোল্ডিং ট্যাক্স আদায়,

গ) এলাকার আইন-শৃংখলা বিষয়ে পর্যালোচনা,

ঘ) বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা।

ক) আয়-ব্যয় বিল ভাউচার সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়,

খ) হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য জনগনকে উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়,

গ) আইন-শৃংখলা পরিস্তিতি সন্তোষজনক, এ ধারা অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়,

ঘ) দারিয়াপুর হাটের পাশে ড্রেন নির্মানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সভাপতি সকলকে জানান।

১৮/১১/২০১৪

ক) হোল্ডিং ট্যাক্স আদায়ে,

খ) আইন শৃংখলা পরিস্থিতি।

ক) হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য জনগনকে উদ্বুদ্ধ করার জন্য তাগিদ প্রদান করা হয়,

খ) আইন-শৃংখলা পরিস্থিতি উন্নত করার জন্য সবার সহযোগীতা কমনা করেন সভাপতি।