Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি সদস্যদের দায়িত্ব/ভূমিকা

ইউনিয়নপরিষদ সদস্যদের ভুমিকা ও দায়িত্ব

সরকার স্মারক নং-প্রজেই-৩/বিবিধ-১৪/২০০১/৮০১  ১০/০৯/২০০২ ইং তারিখ একটি পরিপত্র জারীর মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভুমিকা ও দায়িত্বাবলী বন্টন করেছেন।এই পরিপত্র অনুযায়ী সদস্যদের ভূমিকা ও দায়িত্বাবলী হচ্ছেঃ

সংরক্ষিত আসন

সংশ্লিষ্ট এলাকার নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক  ও এসিড  নিক্ষেপ নিরোধ,  বাল্য বিবাহ রোধ সহ বিবাহ বন্ধন নিশ্চিত করণ এবং  এ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নারী ও শিশু কল্যাণের জন্র প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন।

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার আইন শৃংঙ্খলা রক্ষা কমিটি ও দূর্যগ ব্যাবস্থাপনা কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গুলোর এক–তৃতীয়াংশের চেয়ারম্যান এবং মোট প্রকল্প কমিটির এক -তৃতীয়াংশ  প্রকল্প কমিটির সভাপতি হবেন;

সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃক সময় সময় নির্দেশিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করবেন।

এছাড়াও গ্রাম সরকার আইন, ২০০৩ অনুসারে তাঁর নির্বাচনী এলাকাধীন সকল গ্রাম সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নারী নির্যাতন, সন্ত্রাস, চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ মূলক ব্যাবস্থা গড়ে তোলাসহ সুষ্ঠু আইন- শৃংঙ্খলা নিশ্চিত করা এবং এতদসংক্রান্ত প্রতিবেদন ইউনিয়ন পরিষদে  পেশ করার দায়িত্ব প্রদান করা হয়েছে।

সাধারণআসন

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড আইন শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন ও সভাপতির দায়িত্ব পালন করবেন ।কমিটি ওয়ার্ড এর অপরাধ, বিশৃংঙ্খলা , চোরাচালান দমন অপরাধমূলক ও বিপদজনক ব্যাবসা সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবে।

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার জন্ম- মৃত্যু, অন্ধ, ভিক্ষুক,দুস্থ ও অসহায় বিধবা,এতিম,গরীব প্রতিবন্ধী প্রভৃতি ব্যাক্তিগনের নিবন্ধনের জন্য গ্রাম পুলিশেরমাধ্যমে দুটি ফরম পূরণ করার ব্যাবস্থা করে এক কপি নিজের কাছে এবং অপর কপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নিকট প্রেরণের ব্যাবস্থা করবেন;

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার আদমশুমারিসহ সকল ধরণের শুমারী পরিচালনায় কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন;

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও সভাপতির দায়িত্ব পালন করবেন;

সংশ্লিষ্ট ওয়ার্ডেরপুকুর বা পানি সরবরাহের বিভিন্ন স্থানে শন, পাট বা অন্যান্য গাছ ভেজানো, আবাসিক এলাকার মধ্যে চামড়া রং বা পাকা করা নিয়ন্ত্রণ, আবাসিক এলাকার মাটি খনন করে পাথর বা অন্যান্য বস্তু উতোতালন, ইট, মাটির পাত্র বা অন্যান্য ভাটি নির্মাণ নিয়ন্ত্রণে সহায়তা করবেন;

সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার অন্যান্য সংস্থার কাজে এবং ইউনিয়ন পরিষদ দর্শনার্থীদের নিরাপত্তা, আরাম-আয়েস ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে চেয়ারম্যানকে সহায়তা করবেন;

সরকার ইউনিয়ন পরিষদ কর্তৃক সময় সময় নির্দেশিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করবেন।

এছাড়াও গ্রাম সরকার আইন, ২০০৩ অনুসারে তাঁদেরকে গ্রাম সরকার প্রধান এর দায়িত্ব দেয়া হয়েছে এবং গ্রামের রাস্তা-ঘাট, কালভার্ট ইত্যাদি উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি ও আর্থিক বিষয়াদি পর্যালোচনার দায়িত্ব প্রদান করা হয়েছে।