প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার ইউনিয়ন পরিষদে মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান সমস্যাবলীসহ যে সকল বিষয় গুরুত্বের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা নিম্নরুপ:
* বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম তরান্বিতকরণ,
* মাদকমুক্ত ইউনিয় গঠনে সিদ্ধান্ত গ্রহণ,
* চোরাচাল প্রতিরোধ,
* আইন-শৃংখলা রক্ষা,
* যৌতুক ও বাল্যবিবাহ রোধ,
* বিভিন্ন ভাতাভোগীদের তালিকা প্রণয়ন,
* গবাদী পশুর জাত উন্নয়ন ও রোগ নিরাময় ব্যবস্থা,
* সমাজসেবা, ভূমি অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার প্রতিবেদন পর্যালোচনা,
* দুর্য়োগ ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা ও সিদ্ধান্ত।
উপরোক্ত বিষয়সহ ইউনিয়নে বিশৃংখলা সৃষ্টিকারী কোন ঘটনা বা প্রাকৃতিক দুর্য়োগ মোকাবেলা করার জন্য জরুরি ভিত্তিতে এক বা একাধিক সভার আয়োজন করা হয়।
নিম্নে বিগত কিছু সভার বিবরণ ও সিদ্ধান্ত তুলে ধরা হলো:
তারিখ | সভার বিষয় | সিদ্ধান্ত |
---|---|---|
০৯/১২/২০১৪ | ক) পরিষদের আই-ব্যয় পর্যালোচনা, খ) হোল্ডিং ট্যাক্স আদায়, গ) এলাকার আইন-শৃংখলা বিষয়ে পর্যালোচনা, ঘ) বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা। | ক) আয়-ব্যয় বিল ভাউচার সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়, খ) হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য জনগনকে উদ্বুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, গ) আইন-শৃংখলা পরিস্তিতি সন্তোষজনক, এ ধারা অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়, ঘ) দারিয়াপুর হাটের পাশে ড্রেন নির্মানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সভাপতি সকলকে জানান। |
১৮/১১/২০১৪ | ক) হোল্ডিং ট্যাক্স আদায়ে, খ) আইন শৃংখলা পরিস্থিতি। | ক) হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য জনগনকে উদ্বুদ্ধ করার জন্য তাগিদ প্রদান করা হয়, খ) আইন-শৃংখলা পরিস্থিতি উন্নত করার জন্য সবার সহযোগীতা কমনা করেন সভাপতি। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS