ইউনিয়ন পরিষদ অফিস ব্যাবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনার দায়িত্ব সচিব পালন করে থাকেন ।সচিব ইউনিয়ন পরিষদ প্রশাসনের কেন্দ্রবিন্দু স্বরুপ।তিনি হচ্ছেন অফিসের একজন দায়ীত্বশীল কর্মচারী বাজেট তৈরী থেকে শুরু করে পরিকল্পনা প্রনয়ন পর্যন্ত বহুবিধ দায়িত্ব তিনি পালন করে থাকেন।পরিষদের সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিম্নে সচিবের দায়িত্ব ও কর্তব্যসমূহের কয়েকটি উল্লেখ করা হলো;
(ক) নথি সংরক্ষন
(খ) অফিস ব্যাবস্থাপনা
(গ) বাজেট
(ঘ) হিসাব ও নথিপত্র সংরক্ষণ
(ঙ) সম্পত্তি ব্যাবস্থাপনা
(চ) উন্নয়নমূলক কাজ
(ছ) বিচারমূলক কার্যক্রম
(জ) প্রকল্পপ্রণয়ন
উপরোক্ত দায়িত্ব পালনের পরও ইউনিয়ন পরিষদের কর্মপরিধি বৃদ্ধি পাওয়ার ফলে সচিবকে আরও বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় যেমন: ইউনিয়ন পরিষদের ট্যাক্স বহির তালিকা দেখে রিলিফ বা সাহায্য কোন কোন দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টন করা যাবে তার ডি, পি লিষ্ট তৈরী করতে সহায়তা করবেন। ওয়ার্কস প্রোগ্রামের বিভিন্ন সভার আলোচনা, প্রস্তাবনা বা আলোচ্যসূচী এবং কার্যবিবরণীর মন্তব্য সচিবকে লিপিবদ্ধ করতে হয়। বিভিন্ন কর্মসূচী প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ণের নথি সচিবের কাছে সংরক্ষিত থাকে। তিনি নীতি প্রণয়ন, তথ্য সংগ্রহ, কর্মসূচী বাস্তবায়ন প্রভৃতি ক্ষেত্রে চেয়ারম্যানকে সহায়তা করে থাকেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS