Title
ভৈরব নদের পাড়ে দারিয়াপুর ইউনিয়ন
Details
ভৈরব নদীর তীরে অবস্থিত দারিয়াপুর ইউনিয়ন। এক সময় ভৈরব নদী ছিল খরস্রতা। তৎকালীন নদীয়া জেলার (পরে কুষ্টিয়া জেলা) মেহেরপুর মহকুমার অন্তর্ভুক্ত এই গ্রাম ছিল বানিজ্য সফল এলাকা। সেই সময়ে ভারত বর্ষের বিভিন্ন এলাকা হতে বিভিন্ন ধরনের জাহাজ, বজ্রা, বড় নৌকা মালামাল বোঝাই করে নিয়ে আসত এবং নোঙর করত ভৈরব দরিয়ার (নদীর/নদের) পাড়ে। নাবিকদের মুখে মুখে তখন প্রচলিত ছিল দরিয়ার পার বা দরিয়ার পুর। পরবর্তীতে এলাকার শুধিজন গ্রামের নাম শ্রুতিমধুর করার জন্য নামকরণ করেন দারিয়াপুর।